Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৯:৩৭ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৯:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পারস্য উপসাগরে তৃতীয় যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইরানি তেলবাহী ট্যাংকার আটকের ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই ঘোষণা দিলো দেশটি। 

মঙ্গলবার ( ১৬ জুলাই) ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এইচএমএস কেন্ট নামক একটি টাইপ ২৩ ফ্রিগেট আগামী সেপ্টেম্বরে পারস্য উপসাগরে মোতায়েন করা হবে। কৌশলগত ওই অঞ্চলে নিরাপত্তা রক্ষার কাজে অংশগ্রহণ ধরে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

যদিও তারা জানিয়েছে, উত্তেজনার মাত্রা বৃদ্ধি করতে নয়, বরং যুদ্ধ জাহাজ মোতায়েনের এই সিদ্ধান্তটি দীর্ঘদিন আগেই নেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে এখন এইচএমএস মন্ট্রোজ নামক যুদ্ধজাহাজটি মোতায়েন আছে। কিন্তু শিগগিরই মেরামতের জন্য সেটি দেশে ফিরে যাবে। এর পরিবর্তে সেখানে এইচএমএস ডানকানকে পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে ডানকান সেখানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসে জিব্রাল্টার প্রণালীতে একটি ইরানি তেলবাহী ট্যাংকার আটক করে ব্রিটেন। ইরানের বিরুদ্ধে ট্যাংকারটিতে করে সিরিয়ায় তেল নিয়ে যাওয়ার অভিযোগ করে তারা। এর কিছুদিন পরই ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কয়েকটি নৌকা ব্রিটেনের আরেকটি তেলবাহী ট্যাংকারকে ধাওয়া করে। কিন্তু এইচএমএস মন্ট্রোজ সেখানে পৌঁছালে তারা পিছু হটে।

ইরানের বিরুদ্ধে নতুন করে বেঁধে দেয়া অর্থনৈতিক অবরোধের জের ধরে কিছুদিন থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা চরমে রয়েছে।

Bootstrap Image Preview