Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অন্য কারো হাতে ক্ষমতা গেলে দেশে খুন-খারাপি বাড়বে: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার হাত থেকে যদি অন্য কারো হাতে দেশ যায় তাহলে আবার দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হবে, খুন-খারাবি বাড়বে। দেশের অগ্রগতিকে ধরে রাখতে হলে তরুণরা যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত গণতন্ত্র বন্দি দিবস এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জনগণের সমর্থন ছাড়া  রাষ্ট্রক্ষমতায় একদিনও থাকতে চাই না আমরা। শেখ হাসিনা সব সময় জনগণের পাশে ছিলেন বলে জনগণও তার পাশে আছেন।

এসময় কুমিল্লার আদালতে এক আসামির হাতে অন্য আসামির নিহতের ঘটনার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।মন্ত্রী বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে বলেন, অতীতে বিএনপি নিজেরা চেয়ার ছুড়াছুড়ি করে সমাবেশ পণ্ড করেছে।

আশা করি এবার তারা নিজেরা নিজেদের সমাবেশ পণ্ড করবে না। বিএনপি নিজেরা নিজেদের সমাবেশ সুশৃঙ্খলভাবে করার যোগ্যতা অর্জন করবে, এটাই আওয়ামী লীগের প্রত্যাশা।

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগে অনেক সুযোগ সন্ধানী প্রবেশ করেছে তাদের চিহ্নিত করতে হবে। নেতাদের অনুরোধ করবো যারা সুযোগ সন্ধানী তাদের চিহ্নিত করুন। যাদের কারণে দলের বদনাম হয় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

Bootstrap Image Preview