Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মশার ওষুধ কেন কাজ করছে না জানতে চেয়েছেন হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডেঙ্গু জ্বরের জীবানু বহনকারী এডিস মশা নিধনে দুই সিটি করপোরেশনের ওষুধ কেন কাজ করছে না এবং যারা ওষুধ আমদানি করছে তারা ভেজাল দিচ্ছে কি না, তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

যদি কেউ ভেজালের সাথে জরিত থাকলে তাদেরকেও খুজে বের করতে নির্দেশ দেন আদালত। এডিস মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।

এডিস মশার বংশ বিস্তার রোধ করতে পারছে না ঢাকার দুই সিটি করপোরেশন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দিনে অন্তত দুই’শ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমন অবস্থায় উদ্বিগ্ন হাইকোর্টও।

এক রিট আবেদনের শুনানিতে বেশ কিছু নির্দেশনা দেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ।ডেঙ্গু জ্বরের জীবানু বহনকারী এডিস মশা নিধনে ওষুধ কেন কাজ করছে না তা খতিয়ে দেখতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেন হাইকোর্ট।

দ্রুত মশা নিধনে কার্যকর ওষুধ আমদানি করে তা ছিটানোর ব্যবস্থা করতে নির্দেশ দেন আদালত। প্রয়োজনে সিটি করপোরেশনকে সরকারের সহায়তা নিতে বলা হয়।

এসব বিষয়ে কি পদক্ষেপ নেয়া হলো তা আগামী ২০শে আগস্টের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

Bootstrap Image Preview