Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, ডিসেম্বার ২০১৯ | ২ পৌষ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারে শূকরের মাংস খেয়ে ৫৪ জনের মৃত্যু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৭:০১ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভয়ঙ্কর সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমারে ৫৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচ১এন১ ভাইরাসটি খুব দ্রুত দেশটিতে ছড়িয়ে পড়ছে।

গত ১৯ জুন দেশটির রাজধানী ইয়াঙ্গুনে সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম খবর পাওয়া যায়। এরপর তা ধীরে ধীরে ব্যাপক হারে বিস্তৃতি লাভ করতে থাকে।

বর্তমানে দেশটির মোট ছয়টি রাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে বলে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে।

আক্রান্ত রাজ্যগুলো হলো – ইয়াঙ্গুন, স্যাগাইং, ম্যাগওয়েই, ব্যাগো, আয়েইয়ারওয়াদি ও মোন।

মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ফিউ ফিউ আয়ে জানান, সোমবারই এ ভাইরাসে আরো ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে সোয়াইন ফ্লু’র কারণে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

সোয়াইন ফ্লু ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইয়াঙ্গুনে। সেখানে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বলে জানিয়েছেন তিনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ছয়টি প্রদেশের মোট ৬৭১ জন অসুস্থ্য ব্যক্তির ২৭৪ জনের মধ্যেই এইচ১এন১ ভাইরাসটি পজিটিভ পাওয়া গেছে।

সোয়াইন ফ্লু ভাইরাসটি মূলত শূকরের মাংস খাওয়ার মাধ্যমে ছড়িয়ে থাকে। ২০০৯ সালে বিশ্বের বেশ কিছু দেশে এ ভাইরাসটি মহামারী আকারে দেখা গিয়েছিলো।

Bootstrap Image Preview