Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, জানুয়ারী ২০২০ | ৮ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

হাজির বিরিয়ানি ও বাকরখানির টানে পুরান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


ইতিহাস ঐতিহ্য সম্পর্কে পরিচিত হতে পুরান ঢাকায় ঘুরতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ বুধবার সকাল ৯টায় মেয়র সাঈদ খোকনসহ গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সফরসঙ্গী নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে পুরান ঢাকার উদ্দেশে বের হন মার্কিন রাষ্ট্রদূত।

পুরান ঢাকা দেখতে বেরিয়ে প্রথমেই রাষ্ট্রদূত নাজিরাবাজারের বিখ্যাত হাজীর বিরিয়ানিতে যান। সেখানে বিরিয়ানি খেতে খেতে এ বিরিয়ানির ঐতিহ্য সম্পর্কে জানেন তিনি। এর পর বাকরখানির দোকান থেকে ঐতিহ্যবাহী বাকরখানি ও মাঠাই খান মার্কিন রাষ্ট্রদূত।

ডিএসসিসি কর্মকর্তারা জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এ সফর করছেন। স্থানীয় প্রতিনিধি হিসেবে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন রাষ্ট্রদূতকে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য নিদর্শন ঘুরে দেখাচ্ছেন।

পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার গণমাধ্যমকে অনুভূতি জানানোর কথা রয়েছে।

Bootstrap Image Preview