Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করলেন সাদ এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন তার জ্যেষ্ঠ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় পল্লী নিবাসে পিতা এরশাদের কবরে কোরআন তিলাওয়াত ও জিয়ারত করেন সাদ। কবর জিয়ারত শেষে তিনি বাবার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান।

রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা,ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন এরশাদ। তার মৃত্যুর পর থেকেই দাফন নিয়ে নানা জটিলতা তৈরী হয়। অবশেষে গতকাল মঙ্গলবার তাকে রংপুরের নিজ বাড়ি পল্লী নিবাসে দাফন করা হয়। এ সময় সাদ এরশাদও উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview