Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, নভেম্বার ২০১৯ | ৬ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করল মাতাল ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৩:৫৯ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


মদ খেয়ে বাড়িতে ফিরলে মার সাথে ঝগড়া বাঁধে ছেলের। পরে মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে মাতাল ছেলে।

সোমবার (১৫ জুলাই) রাতে ভারতের ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার কুলডিহা গ্রামে নিজের মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ছেলের হাতে মারা যাওয়া ঐ নারীর নাম সুশীলা (৫৫)।

স্থানীয় পুলিশ জানায়, মাকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত ঐ যুবকের নাম বিস্টু সিংহ। সে রোজই মদ খেয়ে এসে বাড়িতে মাতলামি করতো বলে অভিযোগ প্রতিবেশীদের। ছেলের এই অত্যাচার সহ্য করতে না পেরেই বিস্টুর বাবা জাগ্গু সিংহ অন্যত্র বসবাস করেন।

পুলিশ আরও জানায়, সোমবার রাতে মদের নেশায় মত্ত হয়ে বাড়ি ফিরে মায়ের সঙ্গে তর্ক শুরু হয় বিস্টুর। তার পরই বাঁশ এনে মাকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে সে। মার খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশীলা দেবীর। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে সুশীলা দেবীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত বিস্টু সিংহকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশে।

Bootstrap Image Preview