Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু নিয়ন্ত্রণে এক সাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

আজ বুধবার পুরান ঢাকার নাজিরাবাজার, কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’

রবার্ট মিলার বলেন, ‘বাংলাদেশ আমাদের ছোট্ট একটি অফিস রয়েছে। যেখানে এদেশে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ হয়। সেই সঙ্গে ঢাকা সিটির উন্নয়নেও প্রতিষ্ঠানটি কাজ করে। কিভাবে মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায় এ বিষয়ে আলাপ করেছি।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বাংলাদেশে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অফিস রয়েছে সেখান থেকে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

পরে মার্কিন রাষ্ট্রদূত এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিতরণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস

Bootstrap Image Preview