Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের স্বপ্ন থেকে ট্রাম্প জেসিপিওএ ছেড়েছেন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০২:২৯ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে শূণ্যের কোঠায় নামানোর স্বপ্ন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) তিনি টুইটার একাউন্টে এক পোস্টে এ মন্তব্য্য করেন। জারিফ বলেন, এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের একটি চুক্তি নস্যাৎ করেছিলেন একই আশা থেকে। কিন্তু ২০১২ সাল থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ ১০০ ভাগ বাড়িয়ে দেয়। এখান থেকে বিশ্বের বোঝা উচিত যে, ইরান কীভাবে তার পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এর আগের দিন জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার চেয়ে কখনো ভালো চুক্তি করতে পারবে না আমেরিকা। এ সমঝোতো বাঁচাতে হলে সবপক্ষের আন্তরিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতি থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জারিফ সুস্পষ্ট করে বলেন, ইরান তার অংশ বাস্তবায়ন করেছে এখন দায়িত্ব বাকিদের।

Bootstrap Image Preview