Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধান নির্বাচক জানতেন না, শ্রীলংকা সফরে মাশরাফ অধিনায়ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে আসন্ন শ্রীলংকা সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কিন্তু মাশরাফি এই সফরের অধিনায়ক করা হচ্ছে সেটা জানতেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু!

গতকাল  দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেও প্রধান নির্বাচক জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরে কে অধিনায়ক হচ্ছেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

দল ঘোষনার আগে  মাশরাফি অধিনায়ক থাকছেন নাকি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘এটি তো বোর্ডের সিদ্ধান্ত, আমি বলতে পারবো না।’

শ্রীলংকা সফরে বাংলাদেশ দলঃ-

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

উল্লেখ্য, কলম্বোতে আগামী ২৬, ২৮ এবং ৩১ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

Bootstrap Image Preview