Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১০:৩২ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাতক্ষীরার তালায় ছোট ভাইয়ের লাশ দেখে সহ্য করতে না পেরে বড় ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৫ জুলাই) হৃদ্য়বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার খেশরা এলাকায়।

একই সাথে দুই ভাইয়ের এক সাথে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খেশরা ইউপি সদস্য শামসুল হকের পিতা শের আলী মোড়ল ১৫ জুলাই সোমবার রাত ১.১৭ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এদিকে রাতেই ছোট ভাই শের আলীর মৃত্যুর খবরে মারাত্মকভাবে ভেঙ্গে পড়েন মাত্র দু’বছরের বড় ভাই আব্দুল কাদের মোড়ল (৮৭)।

সকালে লাশের পাশে শোকে কাতর কাদের মোড়ল আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

মরহুম শের আলী মোড়ল মৃত্যুকালে স্ত্রীসহ চার পুত্র, দু’কন্য এবং বড় ভাই কাদের মোড়ল স্ত্রীসহ ৪ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Bootstrap Image Preview