Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মীরসরাই- মলিয়াইশ সড়ক ধ্বসে কয়েক ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


মীরসরাই পৌর সদর হয়ে বয়ে যাওয়া মীরসরাই থেকে মলিয়াইশ সড়কটি দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে গর্ত আর ভাঙ্গাচোরা দশার জন্য জনদূর্ভোগ অব্যাহত চলছিল। তার উপর এবারের টানা বর্ষনের পর সড়কের বিশাল অংশ ধ্বংসে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে মীরসরাই মলিয়াইশ সড়ক যোগাযোগ। 

সোমবার (১৫ জুলাই) দিনভর মলিয়াইশ, মিঠানালা, কচুয়া, মঘাদিয়া, সাধুরবাজার, তিনঘরিয়াটোলা, উপকূলাঞ্চলের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের বিকল্পহীন এই সড়ক দূর্ভোগে পতিত হয়ে দৈনন্দিন কাজ সেরেছেন।

মঘাদিয়া ও মিঠানালা ইউনিয়নের অনেকগুলো গ্রাম ও মীরসরাই পৌরসভার কয়েকটি গ্রামের লক্ষ প্রায় মানুষের চলাচলের বিকল্পহীন সড়ক মীরসরাই- মলিয়াইশ সড়ক।

দীর্ঘদিন এই সড়কের খানাখন্ড, গর্ত আর ভাঙ্গাচোরা দশার দরুন জনদূর্ভোগের অন্ত নেই।

এর মধ্যে এবারের বর্ষনে রবিবার গভীর সাতে এই সড়কের কালামিয়ার দোকানের পশ্চিম পাশ্বস্থ বাইন্যার টেক নামক স্থানের প্রায় ২০ থেকে ৩০ ফুট জুড়ে ধ্বসে যাওয়ায় সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়। 

স্কুল কলেজের শিক্ষার্থী, নারী পুরুষ সকলে হাটু থেকে কোমর পানি মাড়িয়ে ভাঙ্গা অংশ পার হয়ে পায়ে হেটে পাড়ি দিয়েছে সড়ক। ভুক্তভোগী মীরসরাই পৌরবাজারের ডাঃ নজরুল ইসলাম জানায়, সকালে দেখছি সিএনজি যাচ্ছে না মীরসরাই। এরপর পায়ে হেটে যাত্রা শুরু করে ২ কিলোমিটার পেরিয়ে এই ধ্বসে যাওয়া অংশ লুঙ্গি পরে পার হয়ে বাজারে এসে আবার পেন্ট পরি।

তবে নারী ও শিশু, কিশোর, কিশোরী, তরুনীদের ভোগান্তি অনেক বেড়ে গেছে। উক্ত ধ্বসে যাওয়া এলাকার জনপ্রতিনিধি মীরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর কোব্বাত মিয়া বলেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তা জুড়ে এমন বিশাল ভাঙ্গন। আবার বিকেল নাগাদ এই ভাঙ্গা অংশ বড় হয়ে আরো ব্যাপক আকার লাভ করে।

তিনি বলেন দিনভর নারী পুরুষ অনেকে খুব কষ্ট করে এই রাস্তা পাড়ি দিয়েছে। অনেকে প্রায় ১০ কিলোমিটারের ঘুরো পথে সদরে যাতায়াত করছে।

এতে দূর্ভোগ বেড়েছে অনেক গুন। এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে কোন উদ্যোগ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি সকালেই মেয়রকে জানিয়েছি। তিনি ও ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন।

এই বিষয়ে পৌরমেয়র গিয়াস উদ্দিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি এই ধ্বসে যাওয়া অংশে একটি পুরোনো ছরা ছিল। মন্ডল পাড়া থেকে এই ছরা শেখের তালুক খালে গিয়ে পড়েছে।

স্থানীয় কিছু মানুষ এই ছরার গতিপথ বন্ধ করে দেয়ায় এমন ধ্বসের ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview