Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলে অস্ত্র কারখানায় ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইহুদিবাদী ইসরাইলের একটি অস্ত্র কারখানায় আগুন লেগেছে। আগুন লাগার পর পরই তা ভয়াবহ আকার ধারণ করে। অনেক দূর থেকেই ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ‘শাহাব’ জানিয়েছে, দক্ষিণ তেল আবিবের ‘রামাত হাশরোন’ এলাকায় কারখানাটি অবস্থিত এবং সেখানে ইসরাইলি সেনাবাহিনী জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি করা হয়। এসব অস্ত্রের মধ্যে কামান ও ড্রোনও রয়েছে।

লেবাননের নিউজ পোর্টাল ‘ইযায়াননুর’ জানিয়েছে, কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

কোনো কোনো সূত্র বলছে, গ্রেনেডের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে ইসরাইল এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানায় নি।

ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রের একটি বড় অংশই ব্যবহার করা হয় ফিলিস্তিনিদের বিরুদ্ধে।

Bootstrap Image Preview