Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুষ নেয়ার অভিযোগে পুলিশর এসআই কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে চাকুরী দেয়ার নাম করে ১৪লাখ টাকা ঘুষ গ্রহনের অভিযোগের মামলায় পুলিশের এস আই শামীম আকনকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ জুলাই) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

গতকাল সোমবার একই আদালত ঢাকার মোহাম্মদপুর থানায় কর্মরত পুলিশর এসআই শামীম আকন ও তার ভাই বরগুনা থানায় কর্মরত আল আমীন আকনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারী করেন।

তাদর উভয়ের বাড়ি পটুয়াখালী সদর উপজলার বদরপুর গ্রামে। মামলার অপর আসামি আল আমীন পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ চাকুরী দেয়ার নাম করে একই এলাকার মিলন ডাকুয়ার (৫৫) কাছ থেকে বিভিন্ন সময়ে অভিযুক্ত দুই পুলিশ সদস্য ১৪লাখ টাকা নিয়ে নেয়।

কিন্তু চাকুরী দিতে না পারায় মিলন ডাকুয়া পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দশ দিলে পিবিআই তদন্তে সত্যতা খুজে পায় এবং আদালত প্রতিবেদন দাখিল করে।

সোমবার সকালে আদালত অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন।

Bootstrap Image Preview