Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘গড’ নয়, ‘আল্লাহ’শব্দটি উচ্চারণ করলেন মরগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয় করেছে ইংল্যান্ড।কিন্তু এই ম্যাচটি ছিলো অসাধারণ। চরম উত্তেজনায় খেলা মীমাংসা না হওয়ায় তা গড়ায় সুপার ওভারে। এমন ফাইনাল কেউ দেখেনি আগে।  একবার মনে হয়েছে ইংল্যান্ড, আরেকবার মনে হয়েছে জিতবে নিউজিল্যান্ড। কিন্তু শেষ হাসি হাসল ইংল্যান্ডই। 

এমন জয়ে ইংলিশ ক্যাপ্টেনের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিলো ভাগ্য আপনাদের সঙ্গে ছিল?’এমন প্রশ্নের জবাবে মরগান ‘গড’ নয়, একেবারে ‘আল্লাহ’ শব্দটি উচ্চারণ করেই উপস্থিত সাংবাদিকদের চমকে দেন মরগান। বলেন ‘আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন। আমি আদিলের (আদিল রশিদ) সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বলল, আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন।’

তিনি আরও বলেন,, ‘গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ছিল অসাধারণ, দারুণ ধারাবাহিক। সেমিফাইনালে তারা শক্তিশালী ভারতকে হারিয়েছে।’

২৪২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড ২৪১ রানেই থেমে যায়। বেন স্টোকসের অপারজিত ৮৪ রানের ইনিংসটি ছিল ফাইনাল সেরা। মার্ক উড শেষ বলে রান আউট হলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। এরপর ট্রেন্ট বোল্টের সুপার ওভারে ইংল্যান্ড ১৫ রান সংগ্রহ করার পর নিউজিল্যান্ড জোফরা আর্চারের বলে ঐ ১৫ রানই সংগ্রহ করে। 

নিউজিল্যান্ডের ১৭টির বিপরীতে ইংল্যান্ড ২৬টি হাঁকিয়ে বাউন্ডারি বিবেচনায় ইংল্যান্ডকে বিজয়ী ঘোষনা করা হয়। শেষ ওভারে গাপটিলের ডিফ্লেকটেড থ্রো স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি হলে সেখানেই মূলত ইংল্যান্ডের সৌভাগ্য রচিত হয়েছিল। 

 ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ............

Bootstrap Image Preview