Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আম্পায়ারই ইংল্যান্ডকে জিতিয়েছে !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


ঘরের মাঠে বিশ্বকাপ ঘরে তুলে নতুন ইতিহাস রচনা করেছে ইংল্যান্ড। কিন্তু ইতিহাস গড়ার দিনটিতে মাঠে থাকা আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ক্রিকেট বোদ্ধাদের অনেকেই। সেই বিতর্ককে আরো যৌক্তিকভাবে ব্যাখ্যা করেছেন সাবেক অস্ট্রেলীয় আম্পায়ার ও এমসিসি’র ক্রিকেট আইন-বিষয়ক সদস্য সায়মন টোফেল।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাইমন পরিস্কারভাবে জানান, এই সিদ্ধান্তটি ছিল ভুল। ক্রিকেট আইনের ১৯ এর ৮ ধারার ব্যাখ্যা দিয়ে তা প্রমাণও করেছেন তিনি। ওভারথ্রো অর উইলফুল অ্যাক্ট অব ফিল্ডার- শিরোনামে উল্লেখ আছে, বলটি কুড়িয়ে উইকেটের উদ্দেশ্যে ছোড়ার মুহূর্তে যদি ব্যাটসম্যান দু’জন পরস্পরকে অতিক্রম না করে তবে ওই রানটি যুক্ত হবে না। পঞ্চাশতম ওভারের তৃতীয় বলে গাপটিলের বল ছোড়ার মুহূর্তে স্টোকস আর রশিদ পরস্পরকে অতিক্রম করেননি। সুতরাং নিয়ম অনুযায়ী, ইংলিশদের স্কোরবোর্ডে যুক্ত হওয়ার কথা ছিল পাঁচ রান। এখানেই শেষ নয়, নিয়ম অনুসারে, পিচ কভার না হওয়ায় স্ট্রাইক পাওয়ার কথা আদিল রশিদের। আর তাতে শেষ তিন বলে ম্যাচের গল্পটা হতে পারতো ভিন্ন।
 

Bootstrap Image Preview