Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 বিশ্বকাপে উইকেট শিকারের চতুর্থস্থানে মোস্তাফিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১১:৩৮ AM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ডও গড়েছেন স্টার্ক। সদ্য শেষ হওয়া দ্বাদশ তাঁর উইকেট সংখ্যা ২৭টি।

এর আগে এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট শিকারের রেকর্ডটি ছিল স্টার্কের স্বদেশী গ্লেন ম্যাকগ্রার।

২১টি উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের রণ্কি ফার্গুসন। ২০টি করে উইকেট নিয়ে তৃতীয়স্থানে যৌথভাবে আছেন মুস্তাফিজুর রহমান ও ইংল্যান্ডের জোফরা আর্চার।

দ্বাদশ বিশ্বকাপের শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ইনিংস ওভার মেডেন রান উইকেট সেরা বোলিং ৫ উইকেট
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১০ ১০ ৯২.২ ৫ ৫০২ ২৭ ৫/২৬ ২
লুক ফার্গুসন (নিউজিল্যান্ড) ৯ ৯ ৮৩.৪ ৩ ৪০৯ ২১ ৪/৩৭ ০
জোফরা আর্চার (ইংল্যান্ড) ১১ ১১ ১০০.৫ ৮ ৪৬১ ২০ ৩/২৭ ০
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৮ ৮ ৭২.১ ২ ৪৮৪ ২০ ৫/৫৯ ২
জসপ্রিত বুমরাহ (ভারত) ৯ ৯ ৮৪.০ ৯ ৩৭১ ১৮ ৪/৫৫ ০

Bootstrap Image Preview