Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাগলের মতো দেশে ছুটে এসেও বাধার শিকার আমি: বিদিশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৫:২৯ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০৫:২৯ PM

bdmorning Image Preview


সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা দেশে ফিরেছেন। তবে দেশে ফিরে তিনি অভিযোগ করেছেন, বাধার কারণে এরশাদের মরদেহ দেখতে পাচ্ছেন না। এমনকি তার সন্তান এরিক এরশাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে পারছেন না।

রবিবার (১৪ জুলাই) এরশাদের মৃত্যুর সময় ভারতের আজমীর শরীফে ছিলেন বিদিশা। দেশের ফেরার পর সোমবার (১৫ জুলাই) দুপুরে ফেসবুকে নিজের পেইজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বাবার মৃত্যুতে আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসীও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্তু দেশে এসেও বাধার শিকার আমি। কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে?’

তিনি আরও লেখেন, ‘আমার সাথে এরিককে কথাও বলতে দিচ্ছে না। দেখা করা তো দূরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মা’কে বেশি প্রয়োজন, তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’

এর আগে গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর বিদিশা তার ফেসবুক পেইজে লেখেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি।’

রবিবার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

Bootstrap Image Preview