Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে ৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


নড়াইলে ৮টি বোমা ও বোমা তৈরির উপকরণ ও সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। 

সোমবার (১৫ জুলাই) সদর উপজেলার চন্ডীবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন, চন্ডীবরপুর গ্রামের কালিপদ সাহার ছেলে বিশ্বজিত সাহা (৫১), মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫) ও দুলাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮)।

এসময় রবি বিশ্বাস নামে একজন তাদের সহযোগী পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের বিশ^জিত সাহার বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এসময় বাড়িতে অভিযান চালিয়ে ৮টি বোমা এবং বোমা তৈরীর কাজে ব্যবহৃত ডিভাইস, গান পাউডার, তার, সার্কিট ও ২০ টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল কোম্পানীর ৫০টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর স্পেশাল কমান্ডার মেজর শামীম সরকার বলেন, দীর্ঘদিন যাবত এই চক্রটি বোমা তৈরীর সরঞ্জামাদী কিনে এনে বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রী করত। সোমবার সকালে অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়। এসময় রবি বিশ্বাস নামে এক সন্ত্রাসী পালিয়ে যায়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান , মেজর শামীম সরকার।

Bootstrap Image Preview