Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে বাড়ি বাড়ি ত্রাণের নৌকা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাজার-হাজার পরিবার কয়েক দিন ধরে পানিবন্দী অবস্থায় পড়ে আছে। তাদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। পানিবন্দী লোকজনদের যেন কষ্ট না হয় সেজন্য নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। 

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের তদারকিতে সহকারী কমিশনার সুইচিং মং মারমা ও হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম গত দুই দিন ধরে ওই উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন পানিবন্দী এলাকায় নৌকা যোগে এ ত্রাণ বিতরণ করছেন।

হাতীবান্ধা উপজেলার চর গড্ডিমারী এলাকার পানিবন্দী সাহেদ আলী ও আবুল কাশেম বলেন, এত দিন যাদের বাড়িতে পানি উঠে নাই । তাদের ত্রাণ দেয়া হতো। কিন্তু এবার চিত্রটা একেবারে ভিন্ন। আমরা বাড়িতে বসে থেকেই ত্রাণ পাচ্ছি। গতকাল রাতে নৌকায় এসে আমাদের ত্রাণ দিয়ে গেছেন পিআইও।

হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার ফেরদৌস আলম বলেন, এ উপজেলার জন্য ৬০ মে. টন জি আর চাল, নগদ ১ লক্ষ টাকা ও আড়াই হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। জনপ্রতি ১৫ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। তবে শুকনা খাবার প্যাকেট করতে দেরি হওয়ায় শনিবার বিকেলে বিতরণ শুরু হয়েছে।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, এ পর্যন্ত জেলায় ২ শত ৪৫ মে. টন জি আর চাল ও সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবেন।

 

Bootstrap Image Preview