Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ জয়ী মরগ্যানদের রানির শুভেচ্ছা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ১২:২৩ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


বেন স্টোকস-আর্চারের হাত ধরে ৪৪ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপা জিতল ইংল্যান্ড।বিশ্বকাপ জেতায় ইয়ন মরগ্যানদের শুভেচ্ছা জানান ইংল্যান্ডের সম্মানিত রানি দ্বিতীয় এলিজাবেথ।

এক বিবৃতিতে রানি বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলের এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতি আমার সহমর্মিতা রইল। তারা অত্যন্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছেন।’

লর্ডসে সুপার ওভারে গড়ানো রবিবাসরীয় ফাইনালের সূর্যাস্ত হলো ইংল্যান্ডের অবিশ্বাস্য নাটকীয় জয়ের মধ্য দিয়ে।

উল্লেখ্য, ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে এর আগে চারবার (১৯৭৫, ৭৯, ৮৩, ৯৯) বিশ্বকাপের ফাইনাল হয়েছে। এর মধ্যে ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালও খেলেছিলেন ইংলিশরা। কিন্তু সেবার ক্যারিবীয়দের কাছে ৯২ রানে হেরে যান তারা।

Bootstrap Image Preview