Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে বেঁচে গেলেন দুই তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ১২:১০ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


পদ্মা নদীতে নৌকা ভ্রমণ তরুণ-তরুণীদের কাছে আকর্ষণীয় বিষয়। এ জন্য রাজশাহী নগরের শ্রীরামপুরের টি-বাঁধসংলগ্ন এলাকায় ছোট ছোট নৌকা নিয়ে অপেক্ষা করেন অনেক মাঝি। গতকাল রবিবার বিকেলে এ রকম একটি নৌকা থেকে পানিতে পড়ে যান দুই তরুণী। তাঁরা ডুবেও যান। ফের নাটকীয়ভাবে ভেসে ওঠেন তাঁরা। পদ্মার ধারে দাঁড়িয়ে শত শত মানুষ এই দৃশ্য দেখেন।

বিকেলে নগরের শ্রীরামপুর ঘাট থেকে একটি নৌকায় সাত তরুণ ও চার তরুণী ওঠেন। নৌকার দুপাশে রাখা দুটি বেঞ্চে তাঁরা বসেছিলেন। হঠাৎ একটি বেঞ্চসহকারে দুই তরুণী পানিতে পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার পর তাঁরা দুজন বেঞ্চের দুই মাথা ধরে ভাসতে থাকেন। তীব্র স্রোতের পাকে পড়ে বেঞ্চটি ঘুরতে থাকলে তাঁরাও ঘুরতে থাকেন। একপর্যায়ে তাঁরা পানিতে ডুবে যান। সাত সেকেন্ড পর বেঞ্চটি ভেসে ওঠে। বেঞ্চের সঙ্গে তাঁরাও ভেসে ওঠেন। এরপর তাঁদের উদ্ধার করা হয়।

এদিকে নদীর ধারে শত শত মানুষ দাঁড়িয়ে থেকে চরম উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছিলেন। ভয়ে ওই মাঝি নৌকা আর শ্রীরামপুরে ভেড়াননি। এ কারণে মাঝি ও ওই দুই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। 

Bootstrap Image Preview