Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১২০ বোতল ফেন্সিডিলসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

রবিবার (১৪ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের মৃতঃ আরাজুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম রাবি (৫৪) ও শার্শা থানার পাঁচ ভুলট গ্রামের ফজর আলীর ছেলে আব্দুল্লাহ (২৩)।

২১ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর বিওপি’র একটি টহল দল রাবেয়ার নিজ বসত বাড়ির নির্মাণাধীন ঘরের মেঝে খুড়ে মাটির নিচে গর্ত করে রাখা ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।

অপর অভিযানে,পাঁচ ভুলট বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন অভয়বাস নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আব্দুল্লাহকে আটক করে।

এছাড়া,দৌলতপুর বিওপি’র অন্য একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন বালুরমাঠ এলাকার মাঠ থেকে ৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

আটককৃত আসামি ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview