Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরনিদ্রায় যেখানে শায়িত হবেন 'হুসেইন মুহম্মদ এরশাদ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রবিবার (১৪ জুলাই) রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জানাজা অনুষ্ঠিত হবে ৪টি স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তার নামাজে জানাজার বিষয়ে জানা গিয়েছে আজ বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে প্রথম নামাজে জানাজা হয়ে । পরে কাল সকাল ১০ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা। বেলা ১১ বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা। এরপর হেলিকপ্টার যোগে রংপুরে নেয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় সেনাবাহিনী কবস্থানে দাফন হবে। 

১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি তারিখে তিনি রংপুর জেলায় দিনহাটায় জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলায় শিক্ষাগ্রহণ করেন এবং ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ,অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব শোক জানিয়েছেন। 

 

Bootstrap Image Preview