Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিফাত হত্যা: রাব্বি ও সাইমুন রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


রিফাত শরীফ হত্যাকাণ্ডের ৬ নম্বর আসামি রাব্বি আকনের ৭ দিনের রিমান্ড এবং সন্দেহভাজন অভিযুক্ত সাইমুনের চতুর্থ দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (১২ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।

রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) হুমায়ুন কবির জানান, আদালতে হাজির করে রাব্বি আকনের ১০ দিনের এবং সাইমুনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত রাব্বি আকনের ৭ দিনের এবং সাইমুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৫ জুন জেলা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) তার স্ত্রীর সামনে কুপিয়ে আহত করে একদল লোক। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার ১ নম্বর আসামি নয়ন বন্ড গত মঙ্গলবার কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

Bootstrap Image Preview