Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারত যুদ্ধবিমান না সরালে পাকিস্তান আকাশপথ খুলবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উত্তেজনা কমাতে প্রতিবেশী ভারতের দিক থেকে উদ্যোগ না নেয়া হলে নিজেদের আকাশপথ খুলে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান। 

দেশটির বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব শাহরুখ নুসরাত একটি সংসদীয় কমিটিকে এমন কথা বলেছেন।

সিনেটের বিমানের স্থায়ী কমিটিকে তিনি বলেন, ভারতীয় যাত্রীদের যাতায়াতের জন্য আকাশপথ খুলে দিতে দেশটির সরকার আমাদের অনুরোধ জানিয়েছে। নিজেদের উদ্বেগের কথা তাদের আমরা জানিয়েছি।

তা হল, ভারতকে সীমান্তবর্তী ঘাঁটি থেকে প্রথমে তাদের যুদ্ধবিমান প্রত্যাহার করে নিতে হবে।

সিনেট কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট শহরের কাছেই বিমান হামলা চালায় ভারত। পরের দিনই নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

এতে দেশটির আকাশপথ দিয়ে ভারতীয় বিমানের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।

Bootstrap Image Preview