Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে গ্রামে মাটি খুঁড়লে পানির বদলে পাওয়া যায় স্বর্ণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাটির নিচে পানির সন্ধান পাওয়া যায় তা সবারই জানা। কিন্তু এমন এক গ্রাম আছে যেখানে পানির জন্য মাটি খুঁড়ে পাওয়া যায় স্বর্ণ। অবাক হলেও এটাই সত্যি। ভারতের কর্ণাটক রাজ্যের রাইচুর জেলা থেকে প্রতি বছর ৫ দশমিক ৫ লাখ টন স্বর্ণ উত্পন্ন হয়। কিন্তু এই জেলার প্রতিটি গ্রাম পানির জন্য হাহাকার করে।

দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, গত বছরের জুন ও ডিসেম্বর মাসের মধ্যে এই জেলায় ৫৭ শতাংশ বৃষ্টি কম হয়েছে। চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলের মধ্যে যা বৃষ্টি হওয়ার কথা, তার থেকে প্রায় ৬৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

কাদ্দোনি গ্রামে মোট ৪৫০ জনের বাস। কিন্তু পানির চাহিদা মিটছেনা গ্রামবাসীদের। এখানে মাটি থেকে স্বর্ণ ছাড়া পানি পাওয়া যায় না। পানির ট্যাঙ্কার এলেও তা বাসিন্দাদের চাহিদা মেটাতে পারছে না। পানির জন্য লম্বা লাইন হয়। চাহিদা মেটাতে এক একটি পরিবার ১২টি বা তার বেশি পানির পাত্র নিয়ে আসছে। পানের পাশাপাশি অন্য কাজের ক্ষেত্রেও সেই পানি খরচ করা হচ্ছে। কাদ্দোনির এই বেহাল অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেছেন।

Bootstrap Image Preview