Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যৌন ক্ষমতা বাড়িয়ে দেয় বিরল এই উদ্ভিদ, পাবেন যেখানে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সোনার চেয়েও দামি এই ছত্রাকজাতীয় উদ্ভিদ৷ বহু প্রাচীনকাল থেকেই ভারতভূমে চিকিত্‍‌সায় ব্যবহার করা হয় এই ছত্রাক৷ বলা হয়, অবিশ্বাস্য এই ওষুধ খেলে শরীরে একেবারে রোগমুক্ত হয়ে যায়৷ যৌন ক্ষমতা বেড়ে যায় কয়েকগুণ৷

পাওয়া যায় একমাত্র হিমালয়েই৷ নাম ইয়ারচাগুম্বা৷ হিমালয়ান ভায়াগ্রা নামেও পরিচিত৷ সেই হিমালয়ান ভায়াগ্রাই এবার বিলুপ্তির পথে৷ সৌজন্যে জলবায়ু পরিবর্তন৷ ইয়ারচাগুম্বা নামে এই ছত্রাকজাতীয় উদ্ভিদের দখল নিয়ে বহু রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে চিন ও নেপালের মধ্যে৷ এর বিজ্ঞানসম্মত নাম Ophiocordyceps sinensis৷.

হিমালয়ের বাসিন্দাদের বিশ্বাস,ইয়ারচাগুম্বা জলে ফুটিয়ে বা চা তৈরি করে সেই স্যুপ খেলে যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷ বিশেষ করে কাজ দেয় যৌন ক্ষমতা বৃদ্ধিতে৷

মার্কিন ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে দামি বায়োলজিক্যাল কমোডিটির মধ্যে অন্যতম ইয়ারচাগুম্বা৷ এই ছত্রাকজাতীয় উদ্ভিদের দাম সোনার চেয়ে তিন গুণ বেশি৷

ভারত, চিন, নেপাল, ভুটানে বহু প্রাচীনকাল থেকেই জনপ্রিয় ওষুধ এই ইয়ারচাগুম্বা৷ সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১১ হাজার ফুট উপরে হিমালয়েইজন্মায় এই ছত্রাক৷ তবে জলবায়ু পরিবর্তনের জেরে এই ছত্রাকের ভবিষ্যত নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিজ্ঞানীরা৷

Bootstrap Image Preview