Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের ময়নাতদন্তের নোটিশ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview


সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া৷ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সের ময়নাতদন্ত ও আগামী বছর টি-২০ বিশ্বকাপের রোড-ম্যাপ তৈরি করতে ক্যাপ্টেন কোহলি ও কোচ শাস্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)৷

এই বৈঠকে রায়ডুকে দলে না-নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে একাদশে তিনটি উইকেটকিপার ব্যাটসম্যানকে (মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পন্ত ও দীনেশ কার্তিক) রাখা নিয়েও প্রশ্ন ওঠে৷ দীর্ঘদিন ওয়ান ডে না-খেলা ও দ্বাদশ আইপিএলে অফ-ফর্মে থাকা কার্তিককে খেলানো নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল৷ 

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কেদাব যাদবের পরিবর্তে কার্তিকে খেলানোয় সমালোচনা কম হয়নি৷ পাশাপাশি ম্যাঞ্চেস্টার সেমিফাইনালে ধোনির ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করা হচ্ছে৷

 এই প্রসঙ্গে সিওএ-র প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ‘আমরা অবশ্যই ক্যাপ্টেন ও কোচের সঙ্গে বিশ্বকাপের পর্য়ালোচনা করব৷ তবে কবে সেই বৈঠক হবে, এখনই তা বলতে পারব না৷ পাশাপাশি নির্বাচন কমিটির প্রধান কে হবে এবং নির্বাচন কমিটি কীভাবে চলবে তা নিয়েও আলোচনা হবে৷’ সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এখনও দেশের ফেরার বিমান ধরেনি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ রবিবার মুম্বইয়ের বিমান ধরবে কোহলি অ্যান্ড কোং৷

Bootstrap Image Preview