Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিয়ন্ত্রণরেখা ভেদ করে ভারতে গুলি ছুড়েছে পাকিস্তানি সেনারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নিয়ন্ত্রণরেখা ভেদ করে ভারতে গুলি ছুড়েছে পাকিস্তানি সেনারা। বেসামরিক এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।

শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় এ ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, সকাল ৮টার দিকে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখা ভেদ করে গুলি ও মর্টারশেল ছুড়েছে পাকিস্তানি বাহিনী।

ভারতীয় সেনা বাহিনী এর সমুচিত জবাব দেবে বলে জানান তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, পুঞ্চের মানকোর্ট এলাকাতেও হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছিল।

Bootstrap Image Preview