Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চীনে ৪ ব্রিটিশ নাগরিকসহ ১৬ বিদেশি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ১২:৪৪ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চীনের জিয়াংশু প্রদেশে চার ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বেইজিংয়ের ব্রিটিশ দূতাবাসের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে এক অভিযানে সাত বিদেশি শিক্ষক এবং নয় বিদেশি শিক্ষার্থীকে আটক করা হয়। নতুন করে এই চার ব্রিটিশ নাগরিককে আটকের ঘটনা ওই অভিযানেরই অংশ বলেই মনে করা হচ্ছে।

যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন ইডুকেশন ফার্স্ট নামের একটি আন্তর্জাতিক ভাষা শিক্ষা স্কুলের শিক্ষার্থী।

এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওই ১৬ বিদেশিকে পরীক্ষা করে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। তবে তারা কি ধরনের মাদক গ্রহণ করেছেন তা উল্লেখ করা হয়নি।

চীনে মাদক গ্রহণে কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে আটক হওয়া বাকি ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এখন পর্যন্ত ১৬ বিদেশিসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview