Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যহত, পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview


পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পারাপার ব্যহত হচ্ছে। এতে রাজবাড়ী প্রান্তে নদী পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌ-রুট পারাপার করায় দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন ট্রাক চালকেরা।

শুক্রবার (১২ জুলাই) দেখা যায়, পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এছাড়াও পাটুরিয়া ফেরি ঘাট এলাকার ট্রাক টার্মিনাল দু’টিও ভরপুর রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ট্রাকে।

জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে তীব্র স্রোত। ফলে ফেরিগুলোর নদী পার হতে আগের তুলনায় সময় লাগছে দ্বিগুন। পাশাপাশি এ রুটে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক ফেরি চলাচল করায় যানবাহনগুলোকে দৌলতদিয়া প্রান্তের সড়কে সিরিয়ালে থাকতে হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।

এর মধ্যে বড় ৭টি ও ছোট ৭টি। সড়কে নদী পারের অপেক্ষায় প্রায় ৪০ থেকে ৫০ যাত্রীবাহী বাস, ৩ শতাধিক বিভিন্ন ধরণের পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন সিরিয়ালে রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, নদীতে স্রোত থাকায় ফেরিগুলোর নদী পার হতে সময় লাগছে দিগুন। ফলে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহন সিরিয়ালে রয়েছে। নদী পারের অপেক্ষায় আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। তবে যাত্রীবাহী কোনও বাস নেই।

Bootstrap Image Preview