Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাত্র ১৩ বছর বয়সে ১৩৫ বইয়ের লেখক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ১১:২২ AM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


মাত্র ১৩ বছর বয়স তার। অথচ এই বয়সেই ১৩৫টি বই লিখে ফেলেছে এক কিশোর। এর মাধ্যমে বিশ্বরেকর্ডও করেছে ওই বালক। বিস্ময়কর কীর্তি গড়া এই কিশোরের বাড়ি ভারতের উত্তর প্রদেশে। মাত্র ছয় বছর বয়স থেকে ধর্ম আর আত্মজীবনীসহ এতগুলো বই লিখে ফেলেছে সে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, কিশোর ওই লেখকের নাম মৃগেন্দ্র রাজ। মাত্র ছয় বছর বয়সেই প্রথম বই লিখতে শুরু করে সে। সাহিত্য কিংবা লেখালেখির জগতে অনেকেই ছদ্মনাম ব্যবহার করে। মৃগেন্দ্র রাজও ছদ্মনামে লেখে বলে জানা গেছে। তার সেই ছদ্মনাম হলো অভিমন্যু।

গণমাধ্যমের কাছে সে জানায়, রামায়ণের ৫১টি চরিত্র বিশ্লেষণ করে আমি বই লিখেছি। প্রতিটি বইয়ে রয়েছে ২৫ থেকে ১০০টি করে পৃষ্ঠা। আমি এরই মধ্যে লন্ডনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব রেকর্ডস থেকে ডক্টরেট করার প্রস্তাবও পেয়েছি। ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে বই লিখে একজন বড় লেখক হিসেবেই জীবনে প্রতিষ্ঠা পেতে চায় কিশোর লেখক অভিমন্যু। কিশোর ওই লেখকের মা উত্তর প্রদেশের সুলতানপুরে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন।

তিনি জানান, ছোটবেলা থেকেই ছেলের লেখার প্রতি আসক্তি ছিল প্রবল। মা হিসেবে তিনি ছেলের এই আসক্তিকে আরও উৎসাহিত করেছেন মাত্র। মৃগেন্দ্রর বাবা একজন সরকারি চাকরিজীবী। উত্তর প্রদেশের একটি সরকারি চিনিকলে কাজ করেন তিনি।

Bootstrap Image Preview