Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এখনও দেশের বেশিরভাগ মানুষ বিটিভি দেখে: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৯:৪০ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৯:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখনও দেশের বেশিরভাগ মানুষ বিটিভি দেখে। কয়েক মাসের মধ্যে মোবাইল অ্যাপসের মাধ্যমে সারা বিশ্বে বিটিভি দেখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় সংসদে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯ পাসের প্রস্তাবকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিরোধী দলীয় সদস্যরা বিটিভি অনুষ্ঠান ও সংবাদ নিয়ে কঠোর সমালোচনার জবাবে মন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে মোবাইল অ্যাপসের মাধ্যমে সারা বিশ্বে বিটিভি দেখা যাবে।

তথ্যমন্ত্রী বলেন, এখনও বেশিরভাগ মানুষ বিটিভি দেখে। তবে আশ্চর্যের বিষয় গত কয়েক দশক ধরে বিটিভি ভারতে দেখা যাচ্ছিল না। আমরা ভারতের সঙ্গে ওয়ার্কিং অ্যাগ্রিমেন্ট করেছি, চুক্তি করেছি। সেই চুক্তির আলোকে কয়েক সপ্তাহের মধ্যে বিটিভি সমগ্র ভারতবর্ষে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যাবে।

Bootstrap Image Preview