Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


জনসংখ্যা উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে  উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। 

বৃহস্পতিবার (১১ জুলাই) এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কালীগঞ্জের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, ডা: অহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

এ সময় কমিউনিটি মেডিক্যাল অফিসার ও পরিবার কল্যান পরিদর্শিকারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview