Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০, আহত ৮৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮৪ জন। আহতদের অবস্থাও গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে সাদিকাবাদের ওয়ালহার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় ডেপুটি কমিশনার জামিল আহমেদ জামিল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। আহতদের উদ্ধার করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় শেখ জায়েদ হসপিটালে।

ওয়ালহার রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়ে  টুইটে লেখেন, ট্রেন দুর্ঘটনায় নিহতরা ও  তাদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বছরের পর বছর অবহেলিত রেলের অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রেলমন্ত্রীকে বলা হয়েছে।

 

Bootstrap Image Preview