Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রিটিশ ট্যাঙ্কার বাজেয়াপ্ত করার চেষ্টা ইরানি নৌযানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাইদুর ররহমান: পারস্য উপসাগরীয় এলাকায় পাঁচ জন সশস্ত্র ইরানি ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী একটি ব্রিটিশ তেলের ট্যাঙ্ক বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে, প্রত্যক্ষদর্শী দুইজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ হেরিটেজ ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বের হয়ে যায় এবং যখন এটি হর্মুজ প্রণালী এলাকায় যায় তখন ইরানি নৌযান থেকে ইরানি কর্মকর্তারা এই ট্যাঙ্কারটি বন্ধ করার নির্দেশ দেন। এই ঘটনাটি একটি মার্কিন বিমান ওভারহেড ও রেকর্ড করেছে।

জিব্রাল্টার কর্মকর্তারা এবং যুক্তরাজ্যের রয়েল মেরিন গত সপ্তাহে সিরিয়ার জন্য একটি ইরানি তেল ট্যাঙ্ক আটক করে, এরই পরিপেক্ষিতে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, এর পরিনতি ভোগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের ও তার মিত্ররা এই অঞ্চলে একটি জোটকে একত্র করার জন্য কাজ করে যাচ্ছে কিন্ত তারা ইরানের কাছ থেকে হুমকির মুখে পরছে। তিনি আরো বলেন, “আমরা অব্যশই যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে সামুদ্রিক ডোমেইন সচেতনতা এবং নজরদারী প্রদান করব। এ অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করাই আমাদের কাজ”।

Bootstrap Image Preview