Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ট্রাক উল্টে ২ আম ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


রাজশাহীর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কামারপাড়া অভয়া নামকস্থানে মিনি ট্রাক উল্টে খাদে পড়ে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীরা হলেন- যশোর ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫৮)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের আজানের আগে আম বহনকারী একটি ছোট ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল, সে সময় কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন। ড্রাইভারসহ আহত হন তিনজন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview