Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির সিরাজ শপথ নেবেন বৃহস্পতিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ নেবেন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে সিরাজকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কিন্তু তিনি ভোট ডাকাতির অভিযোগ তুলে সংসদকে অবৈধ বলে আখ্যা দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। এর ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। পরে তারেক রহমানের নির্দেশে দলীয় সিদ্ধান্তে বিএনপির আরও চারজন এমপি শপথ নেন।

Bootstrap Image Preview