Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পকে অকর্মা বলে পদত্যাগ করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৬:১৬ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অকর্মা’ বলে মন্তব্য করা যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডেরেক পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ডেরেক তার পদত্যাগ পত্রে বলেছেন, বর্তমান পরিস্থিতি আমাকে আমার দায়িত্ব পালনে অসম্ভব করে তুলছে, যা আমি করতে চাই। আমি বিশ্বাস করি বর্তমান অবস্থাটার কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে তাতে করে একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়া দরকার।

মঙ্গলবার (৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কিম ডেরকের প্রতি ‘পূর্ণাঙ্গ সমর্থন’প্রকাশ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিট থেরেসা মের এমন মনোভাবের কথা জানায়।

এ বিষয়ে ট্রাম্প অভিযোগ তুলে বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত তার দেশের জন্য কাজ করছেন না। 

রাষ্ট্রদূতকে থেরেসা মের সমর্থনের প্রতিক্রিয়ায় ডেনাল্ড ট্রাম্প বলেন, থেরেসা মে এবং তার প্রতিনিধিরা কী একটা জগাখিচুড়ি বানিয়ে রেখেছেন। মের ব্রেক্সিট ব্যর্থতা নিয়েও কটাক্ষ করেন তিনি।

এর আগে ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ডেরেক লন্ডনে পাঠানো কিছু ইমেইল বার্তায় ট্রাম্প প্রশাসনকে একেবারেই অকার্যকর, বিভক্ত, অদক্ষ এবং অনিরাপদ বলে মন্তব্য করেন।

রবিবার (৭ জুলাই) ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল সেই ইমেইলগুলো প্রকাশ করলে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়।

দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে রাষ্ট্রদূত কিম ডেরকের মেইল ফাঁসের এমন বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়। 

 

Bootstrap Image Preview