Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুশ-মার্কিন-ইসরাইলের বৈঠক নিয়ে ইরানকে ব্রিফ করলেন পুতিনের দূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview


রাশিয়া, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক বৈঠক সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ব্রিফ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভ। তিনি জানান, ওই বৈঠকে রাশিয়া বলেছে, ইরানের স্বার্থ উপেক্ষা করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে।

গত মাসে আল-কুদস বা জেরুজালেম শহরে আমেরিকা, রাশিয়া ও ইসরাইল ত্রিপক্ষীয় বৈঠকে বসে এবং সেই বৈঠকের রিপোর্ট জানাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভ তেহরান সফর করেন।

গতকাল (মঙ্গলবার) তিনি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে বৈঠক করেন। ল্যাভরেন্তিময়েভ জানান, ত্রিপক্ষীঅয়ঢ বৈঠকে রাশিয়া ইরানের স্বার্থ অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়েছে। তিনি বলেন, “বৈনঠকে সুস্পষ্ট করে বলা হয়েূছে যে, ইরান হচ্ছে আঞ্চলিক শক্তিশালী দেশ ও রাশিয়ার কৌশলগত মিত্র। তার ভূমিকা ছাড়া এ অঞ্চলে টেকসই স্থিতিশীলতা আনা সম্ভব হবে না। এজন্য ইরানের স্বার্থকে উপেক্ষা করা চলবে না।”

বৈঠকে উপস্থিত ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা রাশিয়ার সুস্পষ্ট এ ব্ক্তব্য শুনেছেন। রাশিয়া বলেছে, ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির বিরোধিতা করেছে মস্কো।

Bootstrap Image Preview