Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুড়িগঙ্গা তীরের ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে উঠা ৪৭টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। কামরাঙ্গীরচরের নবাবেরচর এলাকায় মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন ও উপপরিচালক মিজানুর রহমান।

ঢাকা নদীবন্দরের উপপরিচালক মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় নদীর তীর দখল করায় ৪৭টি স্থাপনা ভেঙে অপসারণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, সাততলা ভবন দুটি, দোতলা ভবন একটি, একতলা ভবন পাঁচটি, আধাপাকা ভবন ১২টি, টিনের ঘর ১৯টি ও দোকান ঘর আটটি। তিনি আরও জানান, মঙ্গলবারে অভিযানের মাধ্যমে নদীতীরের ৫০ শতক জমি উদ্ধার করে দখলদারমুক্ত করা হয়েছে।

Bootstrap Image Preview