Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের ভয়ে তেলবাহী ব্রিটিশ জাহাজ আটকে আছে সৌদিতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৮:১২ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত ১ জুলাই ইরানের তেলবাহী জাহাজ আটক করার পর থেকে ভয়ে আছে যুক্তরাজ্য। কারণ, নিজেদের তেলবাহী জাহাজ আটকের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের রেভ্যুলেশন গার্ডের একজন কর্মকর্তা।

সেই ভয়ে যুক্তরাজ্যের সরকারি তেল কোম্পানির একটি জাহাজ সৌদি আরবে আটকে আছে।

জানা গেছে, দ্য ব্রিটিশ হ্যারিটেজ নামের ওই তেলবাহী জাহাজে মোট ১০ লাখ ব্যারেল তেল রয়েছে। ইরাকের বসরা টার্মিনাল থেকে গত ৬ জুলাই তেল নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।

কিন্তু ব্রিটিশ রাষ্ট্রীয় তেল কম্পানি বিপি জানিয়েছে, ভয়ে জাহাজটি সামনের দিকে অগ্রসর না হয়ে সৌদি  আরবের বন্দরে গিয়ে নোঙ্গর করেছে। ইরানের টার্গেটে না পড়তেই সৌদিতে অবস্থান নিয়েছে তেলবাহী জাহাজটি।

গত ১ জুলাই জিব্রাল্টার উপকূলে ইরানের তেলবাহী জাহাজ আটক করে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী।

এ ব্যাপারে ব্রিটিশ নৌবাহিনী জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাহাজটি সিরিয়ার দিকে যাচ্ছিল বলে প্রমাণ পেয়ে সেটা আটক করতে জিব্রাল্টার কর্তৃপক্ষকে সহায়তা করা হয়েছে।

এ ঘটনায় ইরানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, জিব্রাল্টার প্রণালি থেকে আটক করা তেলবাহী জাহাজটি ছেড়ে দেয়া না হলে ইরানি কর্তৃপক্ষের উচিত ব্রিটিশ তেলবাহী জাহাজ আটকে রাখা।

Bootstrap Image Preview