Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোচিংয়ে গিয়ে নিখোঁজ তরুণী, মুক্তিপণ দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম নগরীর চকবাজারে কোচিংয়ে করতে গিয়ে তাছমিনা আকতার নিশু (১৮) নামের এক কলেজছাত্রী বাসায় ফেরেনি। এ ঘটনায় চকবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে নিশুর পরিবার। 

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চকবাজারের লালচান্দ সড়কে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে যায়, কোচিং শেষে প্রতিদিন ১০টায় বাসায় ফিরে আসলেও ওইদিন আর বাসায় ফেরেনি তাছমিনা।

অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওইদিন রাতে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ৩৯৪।

নিশুর ভাই রিয়াদ বলেন, চকবাজারে মেডিকেল ভর্তি কোচিং করতে যায় তাছমিনা। প্রতিদিনের নেয়ায় সোমবার সকাল সাড়ে ৮টায় কোচিং করতে গিয়ে ওইদিন সকাল ১০টায়ও বাসায় ফেরেনি তাছমিনা।

বাসায় না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর কোচিং সেন্টারে গিয়ে সিসিটিভিতে ক্লাস শেষ চলে যেতে দেখা যায় তাছমিনাকে।

ওইদিন রাত ১০টার দিকে এক নম্বর থেকে বাসার মোবাইল ফোনে কল দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন বলেও জানান তিনি।

জানা যায়, ওইদিন টানা বৃষ্টির মধ্যেও মাকে সঙ্গে নিয়ে কোচিংয়ে আসেন নিশু। পরীক্ষা দিতে সকাল ১০ টায় কোচিংয়ের তৃতীয় তলার পরীক্ষা কক্ষে মেয়েকে দিয়ে চারতলার অভিভাবক বিশ্রামাঘরে অপেক্ষা করেন তিনি।

সকাল ১১টায় পরীক্ষা শেষে কক্ষে গিয়ে মেয়েকে খুঁজে পাননি। তবে ফয়াসল নামে এক ছেলের সাথে নিশুর সম্পর্ক রয়েছে এমনটি জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফোনে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নিখোঁজ নিশুর সঙ্গে থাকা মুঠোফোন আমরা ট্র্যাক করছি।

কি কারণে নিশু বাসায় ফেরেনি তা এখনো পরিস্কার হওয়া যায়নি। নিশুকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। শীঘ্রই নিশুর খোঁজ মিলবে।

এ ঘটনায় নিশুর পরিবার থানা নিখোঁজ ডায়েরি করেছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview