Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০১:৩৭ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন পালন করেছেন শিক্ষার্থীরা। এতে সাধারণ জনগণও অংশ নেন। মানববন্ধন থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের করার দাবি জানানো হয়। 

ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে বলে মনে করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুনে বিভিন্ন প্রতিবাদী লেখা ছিল। ‘ধর্ষকের জেল নয় মৃত্যুদণ্ড চাই’, ‘আমার শিশু কন্যার ফ্রকে রক্ত কেন’, ‘শাস্তির মাধ্যমে ধর্ষকের সংশোধন নয় বিনাশ চাই’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি’ ইত্যাদি৷

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সম্মতি জানাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন পরিবেশবিজ্ঞানী ড. কানিজ আকলিমা সুলতানা। তিনি  বলেন, ‘ধর্ষণ এদেশে মহামারী আকারে দেখা দিয়েছে৷ এরকম এসিড নিক্ষেপও যখন মহামারী আকার ধারণ করেছিল, তখন সেটির বিষয়ে রাষ্ট্র যখন কঠোর অবস্থানে গিয়েছে তখন কেবল এসিড নিক্ষেপ বন্ধ হয়েছে৷ এখন যৌন নির্যাতনের বিরুদ্ধে যদি রাষ্ট্র সোচ্চার হয় তাহলে কেবল এটি রোধ করা সম্ভব।’

ডাকসুর কমনরুম ও ক্যাফেটারিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেছেন, নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে। এটি যদি করা যায় তাহলে সমাজ থেকে এ ধরনের অপরাধ কমানো যাবে বলে মনে করি। তাই নারীর পাশাপাশি পুরুষদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘নারী-পুরুষ উভয় মিলে যদি এ সামাজিক সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে এ ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল করা যাবে।’

Bootstrap Image Preview