Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হানি সিংকে দেশ ছাড়তে বললেন মহিলা কমিশনের প্রধান‌

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ১০:১২ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পুনরায় বিতর্কে জড়ালেন ভারতীয় র‌্যাপার হানি সিং। এবার গানের কথায় নারীদের সম্বন্ধে অবমাননাকর শব্দের ব্যবহার করায় তাকে দেশ ছেড়ে চলে যেতে পরামর্শ দিয়েছেন পাঞ্জাব মহিলা কমিশের প্রধান মনীশা গুলাটি।

শুক্রবার (৫ জুলাই) গুলাটি বলেছেন, ‌একদিকে অন্য দেশের মানু্ষ হরে রাম, হরে কৃষ্ণ গাইছেন আর হানি সিং গানের মধ্যে নিজেকে ধর্ষক বলে দাবি করছেন। যদি তিনি এসব না থামাতে পারেন তাহলে তার অন্য কোনও দেশে চলে যাওয়া উচিৎ। যেখানে এসবের অনুমতি রয়েছে।

গত ৩ জুলাই স্বতঃপ্রণোদিতভাবে পাঞ্জাবের ডিজি এবং সংগঠিত অপরাধ নিয়ন্ত্রক শাখার আইজি–কে চিঠি লিখে হানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করেছিলেন গুলাটি। এছাড়াও পুলিশকে গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও আবেদন করেন। গুলাটির অভিযোগ, এরপরই সোশ্যাল মিডিয়ায় হানির অনুরাগীদের ট্রোলিং এর শিকার হন তিনি।

এ বিষয়ে পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্তা বলেছেন, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘিত হলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, হানি সিং–এর নতুন গান ‘‌মাখনা’‌–র একটি লাইনে ‘‌আয়াম আ উইম্যানাইসার’‌ বা ‘‌আমি নারীপ্রেমী’‌ শব্দ নিয়েই আপত্তি তুলেছেন মহিলা কমিশন।

Bootstrap Image Preview