Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০২:১২ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের চায়নার বাড়ীর সামনে ঘটনার সূত্রপাত হয়।

এ ঘটনায় নিহত মীর হোসেন (২৮) দক্ষিণ অলিনগর গ্রামের ফজলুল হকের ছেলে।

নিহতের পিতা ফজলুল হক বলেন, গত ১ লা জুলাই অলিনগর এলাকার জনৈক রবিউল হোসেন ভুট্টুর সাথে ইয়াবা সেবন নিয়ে তার ছেলে মীর হোসেনের কথাকাটি ও মারামারি হয়। এ ঘটনায় ভুট্টু আহত হয়। পরদিন ভুট্টুর লোকজন মীর হোসেনের বাবা ফজলুল হককে তুলে নিয়ে মারধর করে। তিনিও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে ওই মারামারির ঘটনায় ভট্টু বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের আলোকে গত শুক্রবার (৫ জুলাই) থানায় একটি সালিশ বৈঠক হয়। এ সময় ফজলুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকাও তিনি পরিশোধ করেন। এদিকে শনিবার ভুট্টু মীর হোসেনকে মুঠোফোনে বলেন, ঝামেলা শেষ হয়ে গেছে তুই অমুখ (অজ্ঞাত) স্থানে আয়। রবিবার সকালে মীর হোসেন সেখানে গেলে ভুট্টু ও তার লোকজন মীর হোসেনকে তুলে নিয়ে অলিনগর এলাকায় জনৈক চায়নার বাড়ীর সামনে গাছের সাথে রশি দিয়ে বেঁধে লাঠি ও রড় দিয়ে বেধড়ক মারধর করে। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে।

এদিকে নিহতের বাবা স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে যেয়ে মীর হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল ৫টার সময় সে নিহত হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি তদন্ত মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা আহত মীর হোসেনকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাই। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা এই ঘটনায় কয়েকজনকে আটক করেছি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে জড়িত কি না তা যাচাই বাচাই করা হচ্ছে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেলে ময়না তদন্ত শেষে রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview