Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চালু হলো হজ্জ যাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পবিত্র হজ্জ উপলক্ষে হজ্জ যাত্রীদের আশকোনাস্থ হজ্জ ক্যাম্প হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এবারো ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ হতে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ (৪ জুলাই ২০১৯) বৃহস্পতিবার ১২.৩০ টায় এই ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়, পিপিএম-বার।

এ সময় ট্রাফিক উত্তর বিভাগের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন ।

ডিসি ট্রাফিক উত্তর জনাব প্রবীর কুমার রায় পিপিএম-বার জানান যে, এয়ারপোর্ট ক্রসিং ট্রাফিক উত্তর বিভাগের একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ক্রসিং। হজ্জ যাত্রীরা পৃথক-পৃথক ভাবে পায়ে হেঁটে এই ক্রসিং অতিক্রম করে বিমানবন্দরে যাতায়াত করলে হজ্জ যাত্রীদের যে কোন দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে উক্ত ক্রসিং-এ ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যাসহ যানজটের সৃষ্টি হয়। তাই হজ্জ যাত্রীদের গমনাগমন নিরাপদ করা এবং সুশৃংখল ট্রাফিক ব্যবস্থাপনার জন্যই ট্রাফিক উত্তর বিভাগের এই উদ্যোগ।

Bootstrap Image Preview