Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, নভেম্বার ২০১৯ | ২৮ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

আবারও আইনি জটিলতায় টিকটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


শিশু কিশোরদের তথ্য সংগ্রহ করায় আবারও তদন্তের মুখে পড়েছে শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটক।

অনলাইনে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় টিকটককে নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য।

দেশটির ইনফরমেশন কমিশনারস অফিসের (আইসিও) হেড এলিজাবেথ ডেনহাম মঙ্গলবার সংসদীয় শুনানিতে বলেছেন, টিকটক ডেটা প্রোটেকশনের আইন ভেঙেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ডেটা প্রাইভেসি আইন অনুযায়ী, কোম্পানিগুলো শিশু-কিশোরদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিতে বাধ্য।

ডেনহাম আরও জানান, উন্মুক্ত ম্যাসেজিং সিস্টেম থাকায় টিকটকে শিশু কিশোররা বড়দের সঙ্গেও চ্যাট করছে। বিষয়টি হয়তো অনেক অভিভাবকই জানেন না।

ট্রান্সপারেন্সি টুল চাই আমরা, সম্পূর্ণ উন্মুক্ত ম্যাসেজিং সিস্টেমের দিকেও আমরা নজর রাখছি। কোন ধরণের ভিডিও সংরক্ষণ করা হচ্ছে এবং শিশু কিশোররা কী ধরণের ভিডিও শেয়ার করছে তাও জানতে চাই আমরা। তাই টিকটককে তদন্তের আওতায় আনা হয়েছে।

শিশু কিশোরদের তথ্য সংগ্রহ করায় দ্বিতীয় বারের মতো জেরার মুখে পড়েছে টিকটক। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) টিকটককে ৫ দশমিক ৭ মিলিয়ন ডলার (৫৭ লাখ ডলার) জরিমানা করে।

Bootstrap Image Preview