Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাটোরে কলেজছাত্র খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৭:০৫ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৭:০৫ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের মকিমপুরে গুলিতে নিহত কলেজছাত্র আল-আমিন (১৯) এর খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। 

রবিবার (৭ জুলাই) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের নগর কয়েন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আল-আমিনের নিজ শিক্ষা প্রতিষ্ঠান খলিসাডাঙ্গা ডিগ্রী কলেজ, পাঁচবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কদমচিলান উচ্চ বিদ্যালয় এবং ধানাইদহ ফাজিল মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা পৃথক পৃথক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অধ্যক্ষ আ.ন.ম ফরিদুজ্জামান, প্রধান শিক্ষক মিজানুর রহমান ও রেজাউল করিম ভুট্টু, অধ্যক্ষ মাওলানা আকমল হোসেন, আল-আমিনের সহপাঠী আশরাফুল ইসলাম ও শিক্ষার্থী মাহমুদুল হাসান মিরাজ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা আগামী সাতদিনের মধ্যে মেধাবী ছাত্র আল-আমিনের খুনীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।

উল্লেখ্য, গত ৫ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে তিনজন অস্ত্রধারী মকিমপুর এলাকায় দিনেদুপুরে কলেজছাত্র আল আমিনকে গুলি করে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সে খলিসাডাঙ্গা ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

Bootstrap Image Preview